আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। এর আগে উপজেলার দশটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে আওয়ামীলীগের দলীয় কার্যালয় লিচু তলায় এসে জড়ো হয়। পরে র্যালিটি পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিাটি শহরের লিচু তলা থেকে শুরু করে পূর্ব চৌরাস্তা, সিনেমা হল, মুন্সীপাড়া, ঈদগাঁও মাঠ, মাস্টার মোড় প্রদক্ষিণ করে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,সহ সভাপতি কৃষ্ণ মোহন রায়, গিয়াস উদ্দিন আহমেদ,শামিমুজ্জামান জুয়েল,কসিরুল আলম প্রমুখ।দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply