বজ্রকথা প্রতিবেদক।- ১৭ মার্চ/২১ খ্রি: বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও শিশু দিবস পালন করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ এবং স্থানীয় স্কুল কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এর পর বঙ্গবন্ধু তার পরিবার, ও দেশজাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা ও ১০১ পাউন্ডের বিশাল কেক কাটা হয়।উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, আওয়ামীলীগের উপজেলা সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা,পীরগঞ্জ পৌর সভার মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পৌর আঃলীগ সভাপতি হাইফুজ্জামান ফুল হাজি প্রমুখ। এদিন উপজেলা প্রশাসন শিশুদেও জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য ১৯২০ সালের ১৭ মার্চ ব্রিটিশযুগে তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহন করেছিলেন। তাঁর পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।
Leave a Reply