বজ্রকথা প্রতিবেদক।- সম্প্রতি পীরগঞ্জ উপজেলায় একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলার নম্বর-১৫ তারিখ- ০৯/০৪/২১, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০) এর ৭/৯(৩)। অভিযুক্তরা হলেন ১। এনামুল (২৩) পিতা মৃত একরামুল হক ২। সেলিম (৪২) পিতা মৃত মজিবর সাং- হিলী ৩। শফিকুল ইসলাম (৪৫) পিতা কেতু মিয়া সাং খামার তাহেরপুর সর্ব থানা-পীরগঞ্জ, জেলা- রংপুর। নাবালিকার পিতার লিখিত এজাহারপত্র থেকে জানা গেছে, তার কন্যার বয়স ১২,তার মেয়ে উপজেলা সদরের একটি মহিলা মাদ্রসার ছাত্রী। গত ০২/০৪/২১ ইং তারিখে তার কন্যা বিকেল ৪.৩০ টার সময় মায়ের সাথে মাটির ঘরের মেঝে প্রলেপ দিয়ে গায়ে মুখে লেগে থাকা কাদা, নোংরা পরিস্কার করার জন্য পাশ্ববর্তি হামিদের জমির ধান সেচের পাওয়ার পাম্পে পরিস্কার করতে যায়।কিন্তু সে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজা খুজির পর ০৩/০৪/২১ তারিখ ভোর অনুমান ৪ ঘটিকার সময় কে বা কারা মেয়ের হাত পা রশি দিয়ে বেধে বাড়ির গেটের সামনে ফেলে পারিয়ে যায়। এর পর বাদী ভাইদের সহযোগিতায় সজ্ঞাহীন অবস্থায় ওই দিনেই পীরগঞ্জ হাসপাতালে মেয়েকে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার মেয়ের অবস্থা আশংকাজন দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুইদিন চিকিৎসার পর ০৫/০৪/২১ তারিখ বিকেলে মেয়েটির জ্ঞান ফিরে আসে। তার পর ডাক্তার নার্সসহ উপস্থিত লোকজনদের সন্মাখে সে জানিয়েছে, ঘটনার দিন, এক নং অভিযুক্ত গন্ধযুক্ত চেতনা নাশক ঔষধ মুখে দিলে সে অর্ধবেহুস হয় তখন অভিযুক্তরা এনামুল (২৩) পিতা মৃত একরামুল হক এর বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরে আটক রাখে এবং জ্ঞান ফিরলে সারা রাত এবং পরের দিন পালাক্রমে ধর্ষন করে। এজাহারপত্র উল্লেখ করা হয়েছে এই ঘটনায় বাদীর মেয়ে বারবার জ্ঞান হারায়। পরবর্তিতে ০৩/০৪/২১ তারিখ গভীর রাতে অভিযুক্তরা কৌশলে মেয়ের হাত পা বেধে বাড়ির গেটের সামনে ফেলে যায়। এ ব্যাপারে মামলার বাদীর সাথে যোদাযোগ করা হলে তিনি জানান, তার মেয়ে এখন ভালো আছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত ১। এনামুল (২৩) পিতা মৃত একরামুল হক ২। সেলিম (৪২)পিতা মৃত মজিবর সাং হিলী কে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ইসলাম (৪৫) পিতা কেতু মিয়া সাং খামার তাহেরপুর পলাতক রয়েছে। পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বজ্রকথাকে জানিয়েছেন,অভিযুক্ত এনামুল (২৩) ও সেলিম (৪২)কে রিমান্ডে নেয়া হয়েছে। সরে জমিন তদন্ত ও তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অভিযুক্তদের পরিবারের সাথে কথা হলে তারা জানান,বাদী প্রতিবেশী এবং আত্মীয়। তবে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। তারা আরো জানিয়েছেন, উভয় পরিবারের মধ্যে একাধীক মামলাও চলমান আছে। অভিযুক্তদের পরিবার মনে করেন, ধষর্নের বিষয়টি অসত্য ও সাজানো এবং উদ্দেশ্য মূলক। তবে তারা বিশ্বাস করেন, পুলিশ সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে সক্ষম হবে।
Leave a Reply