পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- দু’অক্ষরের ছোট নাম তার যাদু। নিজ খরচে একটি সড়ক মেরামত করে এলাকাবাসীকে যাদুই দেখিয়েছেন তিনি । রংপুরের পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর হাফেজিয়া মাদ্রাসার সন্নিকট থেকে জয়ন্তিপুর ঘাট (নির্মাণাধীন ব্রীজের কাছ) পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন থেকে ভারী যানবাহন যাতায়াতের কারণে সড়কটির মাঝ দু’পাশে প্রায় হাটু পরিমান ডেবে যায়। এ জন্য এক মাত্র সড়কটি দিয়ে দুই উপজেলার সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থা দেখে নিজ উদ্যোগে ইটভাটার রাবিশ আর বালিমাটি দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেন উপজেলা জাপা নেতা নুরে আলম মিয়া যাদু। তিনি এলাকার মক্তব, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাত খুলে নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়ে থাকেন। এ কারণে দানকারী ব্যক্তি হিসেবেও এলাকাবাসীর মাঝে আলাদা একটা পরিচিতি ও সুনাম আছে তাঁর। যাদুর বাড়ী বর্ণিত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। উক্ত গ্রামের মৃত: মিয়ার উদ্দিনের পুত্র তিনি। সড়কটি সংস্কার করায় দুর্ভোগের কবল থেকে কিছুদিনের জন্য হলেও রেহাই পাওয়ায় এলাকাবাসীও খুশি যাদু মিয়ার যাদুতে । জয়ন্তিপুর গ্রামের রাজ্জাক জমাদার, সবুজ মিয়া, তরফমৌজা গ্রামের হাফেজ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সুজা মিয়া বলেন, যাদু ভাই নিজের টাকায় সড়কটি মেরামত করে জনদুর্ভোগ নিরসনের যে চমৎকার যাদুর প্রদর্শন করেছেন তাতে আমরা মুগ্ধ । নুরে আলম মিয়া যাদু বলেন, নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের তার ৩ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আল্লাহর দেওয়া অর্থের কিছু অংশ আমি ধর্মীয় প্রতিষ্ঠানসহ আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষের কল্যানে ব্যয় করে থাকি । আল্লাহ যতদিন আমাকে সক্ষমতা দিবেন আমি ততদিন এ কাজ করেই যাব।
Leave a Reply