এস এ মন্ডল। – রংপুর জেলার পীরগঞ্জে আউষ ধানের চাষ জনপ্রিয় হয়ে উঠছে। দিন যত যাচ্ছে পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আউষ ধানের আবাদ। এবছর পীরগঞ্জে ৩ হাজার ৩শত ৫০ হেক্টর জমিতে আউষ ধান চাষের লক্ষ্য মাত্রা ছিল, কিন্তু মে মাস থেকে জুন মাস পর্যন্ত অর্জিত হয়েছে ৩ হাজার ৫৬০ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা ছাদেকুজ্জামান সরকার বজ্রকথাকে এই তথ্য দিয়ে জানিয়েছেন ,আউষ ধান খরাসহিষ্ণু, সেচ তেমন একটা লাগেনা, উৎপাদন খরচ অনেকটা কম এবং পরিবেশ বান্ধব। তিনি বলেন, সে কারণেই কৃষকরা আউষ আবাদের দিকে ঝুঁকছে।
Leave a Reply