মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২০৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পৃথক দুই স্থানে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে একজন নির্মাণাধীন ল্যাট্রিনের হাউজের পানিতে পড়ে এবং আরেক শিশু পুকুরে ডুবে মারা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ায় মতিয়ার মিয়া নামের এক ব্যক্তির বাসায় ল্যাট্রিনের জন্য খননকৃত হাউজে পড়ে ৪ বছরের শিশু মাহমুদা আকতার সুমাইয়া মারা যায়। শিশুর বাবা মামুন ও মা ছালমা ঢাকার বোর্ড বাজারে গার্মেন্টসে কাজ করে। তারা সুমাইয়াকে নানার বাড়ীতে রেখে যায়। শনিবার সকালে নানা সোলায়মান ও নানীর অজান্তে খেলতে গিয়ে পানিতে পড়ে। নানা-নানী খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ১১টায় হাউজ থেকে শিশুর লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, শিশুর পিতা মাতা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে একই উপজেলার শানেরহাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে আব্দুল্লাহ নামের ৪ বছরের এক শিশু বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। আব্দুল্লাহ পীরগঞ্জ পৌর এলাকার আরাজী গঙ্গারামপুর এলাকার সুলতান মিয়ার পুত্র। সুলতান মিয়া বলেন, বৃহস্পতিবার তার ছেলে নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার সকালে অসাবধনতাবসত বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com