বজ্রকথা প্রতিনিধি।–৪ ডিসেম্বর সোমবার বেলা ১১ ঘটিকায় পীরগঞ্জে বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল , মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীণা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তাগণ।
সভায় ৭ ডিসেম্বর পীরগঞ্জ মুক্ত দিবস,১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে।
সভায় উল্লেখিত দিবসগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদার, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, জামদ সভাপতি মীর মোহাম্মাদ আলী মানিক, জাগো বাহে ২৪ ডট কম এর চেয়ারম্যান রানা জামান, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন সরদার, শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,সাদেদুল বারী, চেয়ারম্যান রবিউল ইসলাম, এনামুল হক শাহীন, অব: প্রধান শিক্ষক একে এম আমিনুর রহমান প্রমুখ।
সভায় উল্লেখিত দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর মূর্যাল ও শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন, র্যালী, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান দিবসগুলির সকল কর্মসূচীতে সকলকে অংশগ্রহনের জন্য আহ্বান জানিয়েছেন।
Leave a Reply