আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিলুপ্ত প্রায় একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। গত শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে এ নীলগাইটি উদ্ধার করা হয় । স্থানীয়রা জানান, গ্রামের একটি মাঠে খেলা শেষে বাড়ি ফিরছিল ১০-১২ জন কিশোর। এ সময় নীলগাইটিকে মাঠে হাঁটতে দেখে বিষয়টি গ্রামবাসীকে জানায় তারা। পরে মাঠের চারদিক থেকে ঘেরাও করে কৌশলে প্রাণীটিকে ধরা হয়। বিষয়টি নিশ্চিত করে বৈরচুনা ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, শুক্রবার বিকেলের দিকে একটি নীলগাই ভারতীয় কাঁটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীলগাইটিকে দেখতে পেয়ে চারপাশ থেকে ঘেরাও করে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে বন্যপ্রাণীটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, উপজেলা প্রাণী চিকিৎসক উদ্ধারকৃত নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করেছেন। প্রাণীটি সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি। নীলগাইটি এখন বিজিবির হেফাজতে রয়েছে। প্রাণীটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply