আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।-ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে এক আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ৬ জুন বেলা ১২ টার সময় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খাঁন, উপজেলা সেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহী, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীব কুমার রায় প্রমুখ। উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ (৬-১০) ২০২১ ইং পর্যন্ত চলবে।গতকাল শনিবার ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply