শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউএনও,র সাথে খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা কমিটির মত বিনিময় দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা পার্বতীপুরে পান চাষ লাভ জনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের অবশেষে এবি টোব্যাকোর কারখানায় সিলগালা বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে পার্বতীপুরে বিদ্যুৎ এর ট্রান্সফরমা চুরি, সেচ কার্য ব্যহত সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার – মোমিন মেহেদী ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির  পুরস্কার বিতরণ  রংপুরে ছাত্রদল নেতা জোহার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য

পীরগঞ্জে ভ্যান চালককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার -১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২২৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে মোকছেদ মিয়া (৫০) নামের এক ভ্যান চালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী শামিম মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর/২১ ইং তারিখে রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর (গণির বাজার) হইতে প্রতিদিনের ন্যায় মোকসেদ আলী ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাড়ী ফিরে আসেনি। বাড়ীতে না ফিরে আসায় পরিবারের লোকজন সারারাত খোজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে ১৪ ডিসেম্বর/২১ সকাল ০৮.০০ টার পীরগঞ্জ থানা পুলিশ ০৭ নং বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ি গ্রামের বাগারশাহ দিঘীর পাড় হতে গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত মোকসেদ মৃত: খেজের উদ্দিনের পুত্র বলে জানা গেছে। অপরদিকে ২৫ ডিসেম্বর/২১ তারিখে পলাশবাড়ি থানা এলাকা থেকে নিহত মোকছেদ মিয়ার লুটকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরই সুত্র ধরে ০২ জানুয়ারী/২২ ইং তারিখে গভীর রাতে গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলা থেকে ঘাতক শামীমের শ্যালক শাজাহান (৪০) সহ পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের নখারপাড়া এলাকা থেকে শামীমের স্ত্রী সাবানা খাতুন (৩৫)কে গ্রেফতার করা হয়। সাবানা এবং শাজাহানের জিজ্ঞাসাবাদে শামীম হত্যার সাথে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অবশেষে রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর দিক-নির্দেশনায়, মিঠাপুকুর-পীরগঞ্জ এর দায়িত্বরত সার্কেল এএসপি কামরুজ্জামান এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের তদারকিতে ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সসহ ০৫ জানুয়ারী/২২ তারিখ ঢাকা মীরপুর এলাকা র‌্যাব-৪ -এর সহযোগীতায় মুল ঘাতক শামিম মিয়াকে গ্রেফতার করে। ঘাতক শামিম ধুলগাড়ী গ্রামের মকবুল মিয়ার পুত্র। গ্রেফতারকৃত শামিম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় হত্যা কান্ডের সাথে স্বীকারোক্তি জবাববন্দি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com