বজ্রকথা প্রতিবেদক।– রংপুরের পীরগঞ্জে গ্রহকদের মিটার দিতে পারছে না রংপুর পল্লী বিদ্যু সিমিতি-১ । এ অজুহাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে গত ৬ মাস থেকে পীরগঞ্জ উপজেলার বিদ্যুৎ গ্রহকরা মিটার পাচ্ছেন না। ফলে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা গ্রাহকরা দূর্ভোগের শিকার হয়েছেন। কেন মিটার নেই ? এ ব্যাপারে মুখ খুলছে না পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কোন কর্মকর্তা। কবে মিটার আসবে সে ব্যাপারেও পীরগঞ্জ উপজেলার জোনাল অফিসে যোগাযোগ করে কোন উত্তর পাওয়া যায়নি! বিষয়টি দুঃখজনক! দ্রুত মিটারের ব্যবস্থা করে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগি মহল।
Leave a Reply