কনক আচার্য।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বর্তমান সরকারের আমলে সড়ক পাকা করণ , সম্প্রসারণ কাজে সব চেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। সড়ক গুলোতে নিম্নমানের ইট, বালি, ব্যবহার করার অভিযোগ রয়েছে। কাজ চলাকালীন সময়ে তদারকির জন্য কোন লোক না থাকায় ঠিকাদার ও ঠিকাদারের নিয়োগকৃত শ্রমিকরা নিজেদের খেয়াল খুশি মত কাজ সারছেন। দেখা গেছে, খালাশপীর – কুমেদপুর সড়ক সম্প্রসারণ কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। অথচ উপজেলা প্রকৌশল অফিস এদিকে নজর দিচ্ছে না। নেতা হিসেবে পরিচিত পীরগঞ্জের ঠিকাদারদের কাজে ঘাপলা বেশি ।
Leave a Reply