বজ্রকথা প্রতিনিধি।– ৪ নভেম্বর/২৩খ্রি: শনিবার পীরগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
আজ জেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এসএম তাজিমুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তকী ফয়সাল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) নুরুল আমিন রাজা, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, পৌর আওয়ামীলীগ নেতা আসিয়ার রহমান মাস্টার প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মাহফুজা বেগম ।
এদিন সকাল সাড়ে ১০টায় র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নুর মোহাম্মদ মন্ডল বলেছেন, আমি এমপি হওয়ার আগে সমবায় সমিতি করেছিলাম, তার ফলাফলও পেয়েছি। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সমবায় আন্দোলনকে বেগবান করেছেন, সেই ধারাবাহিকতায় সমবায়ের মাধ্যমে দেশের যথেষ্ঠ উন্নয়ন হয়েছে।
পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামিম বলেছেন, আমি পীরগঞ্জের সন্তান হিসেবে বলছি, পীরগঞ্জে সকল রাস্তাঘাট অব্যশই পাকা হয়ে যাবে। তিনি বলেন এখন সব বাড়ীতেই বিদ্যুৎ আছে। তিনি আরো বলেন, সরকার সবার সুস্থতার জন্য গ্রাম পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছেন। সরকার যে উন্নয়ন করছে সেটা আপনাদের জন্য করছে। তিনি বলেন আজ শুধু সমবায় দিবসই নয় আজ সংবিধান সংরক্ষণ দিবসও। মেয়র সুখবর দিয়ে বলেন,পীরগঞ্জের মানুষ আমরা গ্যাস সংযোগ পাবো। বাংলাদেশ পিছিয়ে থাকবে না। তিনি উপস্থিত সকলকে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহবান জানান।
নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান উপস্থিত সকল সমবায়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, উপজেলা সমবায় অফিস সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আশা করি আগামীতে আরো সুন্দর আয়োজনের মধ্যদিয়ে সমবায় দিবস পালন করা হবে। অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির জন্য সমবায়ীদের ধন্যবাদ জনান। তিনি তার বক্তব্যে বলেছেন পীরগঞ্জে তিনি যোগদান করার পরপরই মাননীয় স্পিকার তাকে কাশিমপুরের দুগ্ধপল্লীর খোঁজ খবর নিতে বলেছেন, খোঁজ নিয়েছি, স্পিকার মহোদয় খামারীদের নিয়ে ভাবছেন, অবশ্যই কিছু করবেন মাননীয় স্পিকার মহোদয়।
শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply