আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পীরগঞ্জ সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক (গরুর গাড়ী মার্কা) এবং সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক (চেয়ার মার্কা) প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা- ৬২৪জন, ভোট প্রদান করেন- ৪৮৭ জন, ভোট বাতিল- ৮টি। এ নির্বাচনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক (গরুর গাড়ী মার্কা) ২২৬টি ভোট পান এবং সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক (চেয়ার মার্কা) ২৫৩টি ভোট পেয়ে ২য় বারের মত আবারও পীরগঞ্জ উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply