রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থায় তালা ঝুলছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থায় তালা ঝুলছে!

আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের নিয়ন্ত্রনে থাকা কমিটি সম্প্রতি বিলুপ্ত হলেও নতুন কমিটি গঠন না হওয়ায়  উপজেলা ক্রীড়া সংস্থার সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

স্থানীয় খেলোয়াড়গণ জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ গত ১৫ বছর পীরগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থাটিকে দলীয় করণ করে রাখায় খেলাধুলার উল্লেখযোগ্য  উন্নয়ন হয়নি। এখানে আসা ক্রীড়াসামগ্রী বিতরণেও নয় ছয় করা হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে কোন অবদান রাখেনি এই ক্রীড়া সংস্থা।

অভিযোগ রয়েছে, ক্রীড়াসংস্থার সাবেক আওয়ামী লীগ নেতা সম্পদক সরদার মকবুল হোসেনের পর,চতরা ইউনিয়নের ক্রীড়া সংগঠক  শাহাজাহান মিয়া  সম্পাদকের দায়িত্ব পান। তিনি  কয়েকটি  ফুটবল  টুর্ণামেন্ট পরিচালনা করলেও  জেলা ছাত্রলীগ (পরে যুবলীগ) এর জেলা সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনী পীরগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পদক মনোনিত হন। জানাগেছে রনী দুই মেয়াদে চার বছর করে মোট ৮ বছর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এই সময়ে পীরগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়ন দুরের কথা ধস নেমেছে।

এদিকে দেখা যায়, পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার গত ০৮/০৬/২২ তারিখে গঠিত ২৫ সদস্য বিশিষ্ঠ কমিটি যার স্বারক নং ………২২-৬১৩(২৮)  এই কমিটির সভাপতি ছিলেন পদাধীকার বলে,উপজেলা নির্বাহী অফিসার,সহ-সভাপতি অফিসার ইনচার্জ পীরগঞ্জ , চেয়ারম্যান ৪নং কুমেদপুর ইউনিয়ন পরিষদ,   উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু,শিক্ষক মমিনুল ইসলাম দোয়েল।

সাধারন  সম্পাদক ছিলেন যুবলীগ নেতা  মেহেদী হাসান সিদ্দিকী রনী, অতিরিক্ত   সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আসিয়ার রহমান মাস্টার, যুগ্ম সম্পাদক লীগপন্থি নুর আলম খুশি, যুগ্ম সম্পাদক লীগপন্থি রোকনুজ্জামান সাগর, কোষাধ্যক্ষ ছিলেন, লীগপন্থি খায়রুল পারভেজ পলাশ।

নির্বাহী সদস্য সরকারী কর্মকর্তাদের মধ্যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা জেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার। স্থানীয়দের মধ্যে নির্বাহী সদস্য ছিলেন লীগপন্থি খন্দকার আকমল হোসেন, ক্রীড়া সংগঠক মাহমুদুল হাসান সোহেল, লীগপন্থি মহিবুল হাসান শয়ন, যুবলীগ নেতা এ জেড এম সেকেন্দার আলী মন্ডল, লীগপন্থি মশিউর রহমান পারভেজ, লীগপন্থি এরশাদুর রহমান মিথুন,লীগপন্থি মোতাজিন সরকার নোমান, ওয়াজেদ মিয়া, সাবিনা ইয়াসমিন বিন্দু, (সংরক্ষিত) আঞ্জুমান বানু  কচি(সংরক্ষিত)

এই ২৫ সদস্যের কমিটির মধ্যে সরকারী কর্মকর্তা ছিলেন ৭জন। আর আওয়ামী লীগ পন্থিছিলেন ১৬ জন  ।

স্থানীয় খেলোয়াড়, ক্রীড়ামোদীদের অভিমত, ভবিষ্যতে  খেলাধুলার উন্নয়ন করতে চাইলে  ক্রীড়া সংস্থার মত সংগঠনকে দলীয় করণ করা চলবে না। তারা আরো বলেছেন, বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ,ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে সার্বজনীন কমিটি গঠন করা হলে, ক্রীড়া ক্ষেত্রে আশানুরুপ ফল পাওয়া যেতে পারে।

এদিকে খেলাধুলা ও যুব সমাজের উন্নয়নের স্বার্থে  ক্রীড়া সংস্থাকে বন্ধ না রেখে দ্রুত নতুন কমিটি গঠনের আহবান জানিয়েছেন পর্যবেক্ষক মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com