রাভী আহমেদ।- রংপুর এর পীরগঞ্জ উপজেলা সদরে দিন দিন শব্দ দূষণ বৃদ্ধি পাচ্ছে । এখানে বাধাহীন ভাবে উচ্চ শব্দে মাইকে প্রচার প্রচারণা চালানো হয়। ইদানিং তার সাথে যুক্ত হয়েছে ব্যাটারী চালিত রিকসা – ভ্যানের বিরক্তিকর হর্ণ এর শব্ধ । বর্তমানে রিকসা ভ্যানগুলোতে ভ্যাটারী চালু করার ফলে তিন চাকার এই যানগুলোর গতি বেড়ে গেছে। চালকরা প্রসস্ত পাকা রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ী চালায় এবং উচ্চমাত্রার শব্দযুক্ত হর্ণ গুলো প্রয়োজনে অপ্রয়োজনে বাজান। শুধু তাই নয় আজকাল রিকসা ভ্যানের জন্য নানা শব্দের হর্ণ পাওয়া যায়। কোনটার শব্দ চার চাকার কারের মত। কোটনার শব্দ সাইরেনের মত। কোনটার শব্দ পাখির কন্ঠস্বরের মত। লক্ষ্যণীয় রিকসা ভ্যানের চালকরা ফাঁকা রাস্তাতেও এমনি এমনি হর্ণ বাজায়। আর জ্যাম হলে তো কথাই নেই । জ্যামে পড়লে সব রিকসা চালক এক সাথে হর্ণ বাজাতে থাকে। এখন উপজেলা সদরের অত্যাচার হচ্ছে দিনে উচ্চ শব্দের মাইকে প্রচার ও ভ্যানের হর্ণ আর রাতে হ্যালোজেন লাইট। স্থানীয় বাসিন্দা,দোকানদার, পথচারীগণ রিকসা ভ্যানের হর্ণ এর শব্ধে অতিষ্ঠ ও অসুস্থ বোধ করছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার ।
Leave a Reply