সুলতান আহমেদ সোনা।- পীরগঞ্জ পৌর এলাকায় সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন তালতলা থেকে সোহেল মিয়ার বাসা পর্যন্ত সড়ক ও ড্রেনের কাজ এক বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ কারনে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। কেন ড্রেন ও সড়কের শেষ হচ্ছে না ? এমন প্রশ্নের জবাবে ঠিকাদার হোসেন আলী বজ্রকথাকে জানিয়েছেন, সড়ক সংলগ্ন বাসিন্দার অসহযোগীতার কারনেই নাকি তিনি কাজ শেষ করতে পারছেন না। জানা গেছে রাস্তা ও ড্রেন নির্মানের ক্ষেত্রে বাঁধা হয়ে দাড়িয়েছে একটি প্রাচীর। রাস্তার খানিকটা জায়গা প্রাচীরটি দখল করে আছে,সেটি সরিয়ে না নেয়ার কারনেই কাজ শেষ হচ্ছে না। পৌর কাউন্সিলর বলেছেন, উন্নয়ন কাজের বাঁধা এখন অশুভ প্রভাব ও অসহযোগিতা । তিনি বলেন, কেউ উদার না হলে কি মারামারি করবো! এদিকে এলাকার সাধারণ মানুষ এ ব্যাপারে মেয়র তাজিমুল ইসলাম শামীমের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply