সুলতান আহমেদ সোনা।- পীরগঞ্জ পৌর এলাকায় মশার উপদ্রব বেড়েছে।মশার জ্বালায় অতিষ্ঠ এখন উপজেলা সদরসহ পৌর এলাকার মানুষ। রাতের বেলায় নানা সাইজের মশা ঘরে ঢুকে কামড়াচ্ছে। দিনের বেলাতেও রেহাই দিচ্ছে না। মশার কয়েছে কাজ হচ্ছে না।
এদিকে গত শুক্রবার ও শানিবার দেখা গেছে, প্রজাপাড়ার অধ্যাপক কাফি সাহেবের বাসায় ইট পরিস্কার করছিলেন শ্রমিক জামাল উদ্দিন(৬০)। তিনি অভিযোগ করেন, মশার উপদ্রব এমন যে, দিনের বেলায় মশার যন্ত্রনায় তিনি কাজ করতে পারছেন না। বাধ্য হয়ে কয়েল জ্বালিয়ে কাজ করার চেষ্টা করছেন। অপর দিকে উপজেলা সদরের মানুষও অভিযোগ তুলেছেন পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ মশক নিধনে কার্যকরি ব্যবস্থা না নেয়ায় পাড়া গাঁয়ে মশার উপদ্রব বেড়েছে। পৌরবাসী মশা নিধনে পৌর মেয়রের দৃষ্টি কামনা করছেন।
Leave a Reply