নিজস্ব প্রতিবেদক।- রংপুরে ইউনিয়ন পরিষদে হামলা ভাঙচুরকারীদের গ্রেফতার এবং চেয়ারম্যানসহ পরিষদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাংবাদিক সম্মেলনে করেছে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান রওশন জমির রবু সরদার।
গতকাল সকালে ইউনিয়ন পরিষদ মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান রবু সরদার। এসময় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান, তাম্বুলপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম, ভিজিডি উপকারভোগী মর্জিনা বেগম, রেবেকা সুলতানা, জেমি বেগম প্রমুখ।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ কার্ডের চাল বিতরণের পরিষদে হামলা ও ভাংচুর চালায়। এ সময় চেয়ারম্যানের মোটরসাইকেল চালক আতিকুর রহমান দুলালকে পিটিয়ে আহত করে তারা। এঘটনায় আঙ্গুর, সাখাওয়ার হোসেন, বকুল মিয়া, আব্দুর রউফ মিযা, আঙ্ড়ুরি মিয়া, মশিয়ার রহমানের নামে একটি মামলা হলেও পুলিশ শুধুমাত্র সাখাওয়াত নামে একজনকে গ্রেফতার করেছে। অন্যান্যরা প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে। তারা ইউনিয়ন পরিষদ নিয়ে বিভিন্ন ধরণের মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। সাংবাদিক সম্মেলনে হামলাকারীদের গ্রেফতার এবং ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য ও ইউনিয়ন বাসির নিরাপত্বা দাবি জানানো হয়।
Leave a Reply