নিজস্ব প্রতিবেদক।- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করছে পৃথিবীতে যা বিরল দৃষ্টান্ত স্থাপন করছে।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর টাউন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের গভর্নর ড. মওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প পরিচালক নজিবুর রহমান , রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রপলিটন পুলিশ কমশিনার মোঃ আবদুল আলীম মাহমুদ ,রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ সহ আলেম ওলামাগণ বক্তৃতা করেন। পরে বঙ্গবন্ধুর স্বপরিবারে শহীদের আত্মার শান্তি, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে রংপুর বিভাগীয় কমিশনার অফিসের সামনে স্থাপিত মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন ।
Leave a Reply