রাভী আহমেদ।– গত ৭ আগষ্ট ২০২০ শুক্রবার পীরগঞ্জ (রংপুর) বাসষ্ট্যান্ডে শ্যামলী এন আর কাউন্টারের সামনে সংগঠিত রনি বেগম হত্যার ঘাতক শফি মিয়া গ্রেফতার হয়েছে। পীরগঞ্জ উপজেলার ৯নং ইউনিয়নের আরিজপুর গ্রামের ডিপটি মিয়ার ছেলে শফি (৩৫)।
আজ ৪ সেপ্টেম্বর বগুড়া জেলার শিবপুর উপজেলার বুড়িগঞ্জ থেকে সকাল ৬.০৫ টায় শফিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
Leave a Reply