মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্থবায়নে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী আফিসার মোঃ খাইরুল আলম সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। ভিটামিন এ প্লাস এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা পরিচালনা করেন ইপিআই টেকনলোজিষ্ট মোঃ সাইফুল ইসলাম । এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান”। বাস্তবায়নে ছিলেন, জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply