1. admin@bwazarakatha.com : bwazarakatha com : bwazarakatha com
সোমবার, ২৬ জুলাই ২০২১, ১০:০৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে হিজড়া সম্প্রদায়ের যাচাই বাছায়ের জন্য ও অবৈধ্য হিজড়া সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫ বার পঠিত

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- ফুলবাড়ীতে হিজড়া সম্প্রদায়ের যাচাই বাছায়ের জন্য ও অবৈধ্য হিজড়া সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যস্থানিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের। গত ২৫/০৫/২০২১ ইং তারিখে ফুলবাড়ী উপজেলার হিজড়া সম্প্রদায়ের যাচাই বাছায়ের জন্য সভাপতি ও গুরুমা হিজড়া সম্প্রদায়ের সাথী রেখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যাহার সূত্র প্রাপ্তি নং-১৫৯১। তারিখ-২৫-০৫-২০২১। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ছদ্মবেশী হিজড়াদের উৎপাতে প্রকৃত হিজড়াদের জীবন জীবিকার ব্যাঘাত ঘটছে। ছদ্মবেশীরা নকল হিজড়া বেশে অসামাজিক কার্যক্রম যেমন, মাদক, চোরাচালান, ব্লাক ব্যবসা ও গ্রামে গিয়ে বাসায় ঢুকে সাধারণ মহিলাদের সাথে অসৌজন্যমূলক আচরন করছেন ফুলবাড়ী উপজেলা বারোকোনা নয়াপাড়া গ্রামের সোবহানের পুত্র মোঃ মমিনুল ইসলাম (৩৫) ছদ্ম নাম শাবনুর ও একই গ্রামের আনিছুর রহমান এর পুত্র মোঃ ফেলু (৩৩) ছদ্ম নাম (সাথি) এবং সামসুদ্দিন এর পুত্র মোঃ ফরহাদ (৩৬) ছদ্ম নাম পলী এই ৩ জন হিজড়া নয় এমন ব্যক্তিরা প্রকৃত হিজড়াদের পরিচয় দিয়ে সমাজের মানুষকে হয়রানি করছে।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সভাপতি ও গুরুমা সাথী রেখা। ফুলবাড়ী উপজেলার হিজড়া সম্প্রদায়ের সভাপতি ও গুরুমা সাথীরেখা সাংবাদিকদেরকে জানান, বিশেষ কিছু লোক ও উল্লেখ্য ব্যক্তিরা পুরুষ যাদের স্ত্রী সন্তান থাকার পরেও হিজড়া বেশে বিভিন্ন জায়গায় প্রকৃত হিজড়াদের রুজি-রুটিতে বাধা সৃষ্টি করছেন। আমরা এদের তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যয় বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Bwazarakatha.Com
Design & Development By Hostitbd.Com