পীরগঞ্জ পৌর প্রতিনিধি।- আজ ৬ আগষ্ট ২০২০ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার এক সভা কেন্দ্রীয় হরিবাসরে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন কমিটি পীরগঞ্জ শাখার আহবায়ক কমিটির আহবায়ক বাবু সুধীর চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। সভায় করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে জন্মাষ্টমী পালনের লক্ষ্যে কর্মসূচী প্রন্নয়ন করা হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি চতরা ইউনিয়ন শাখার সভাপতি এবং আহবায়ক কমিটির সদস্য শ্রী রণজিৎ চন্দ্র রায়, আয়বায়ক কমিটির সদস্য শ্রী বিনয় কৃষ্ণ মাষ্টার, সদস্য শ্রী ভুপতি ভুষন বর্মন, শানের হাট কমিটির সভাপতি শ্রী রবীন্দ্রনাথ সরকার, পাঁচগাচী ইউনিয়ন কমিটির সম্পাদক বাবু সুবাস চন্দ্র,আহবায়ক কমিটির সদস্য শ্রী বাবলু চন্দ্র মহন্ত, মদনখালী ইউনিয়ন কমিটির সভাপতি আহবায়ক কমিটির সদস্য শ্রী তপন চন্দ্র,পীরগঞ্জ কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা শ্রী সুনীল চন্দ্র পাল।
Leave a Reply