পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) দুপুরে পার্বতীপুর শহরের পুরাতন বাজার শাফি মেমোরিয়াল স্কুলে শিক্ষক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।
জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ” পার্বতীপুর উপজেলা শাখা (রেজি: নং- ২২৬৮) এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন কে সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান সরদার কে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন সিনিয়র সহ সভাপতি প্রধান শিক্ষক নুজহাত জেরিন, সহ সভাপতি যথাক্রমে মোঃ এনামুল হক,মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবু সায়েম,মোঃ খলিলুর রহমান ও মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন কাজী মোঃ মোজাহিদুল ইসলাম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ মোজাহিদুল ইসলাম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন,আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে।
Leave a Reply