বজ্রকথা প্রতিবেদক।– গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী/২৪খ্রি: রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
এদিন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আঞ্চলিক কার্যালয় কনফারেন্স হলে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক স্বাধীন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি, আব্দুল হালিম মন্ডল যুগ্নসাধারন সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি ও সভাপতি রাজশাহী বিভাগীয় শাখা। সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, রংপুর বিভাগীয় শাখার সিনিয়র সহ সভাপতি ও গাইবান্ধা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট্ সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ শিক্ষক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, সিরাজগঞ্জ জেলা সভাপতি ও দৈনিক জয় সাগর পত্রিকার সম্পাদক উপাধ্যক্ষ হাসান ইমাম , ঠাকুরগার জেলা শাখার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, রেজাউল করিম মাসুদ, ,দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, মাজহারুল ইসলাম জুয়েল, বিশিষ্ঠ সাংবাদিক সেবু মুস্তাফিজ, হাবিবুর রহমান, শিল্পী আক্তার, পারভিন আক্তার, জাকির হোসেন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয়ে আলোচনা শেষে বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠা সভাপতি জনাব ফরিদ খান বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার কমিটি ঘোষণা করেন।
২৭ সদস্য বিশিষ্ঠ এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রায়হান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল করিম সরকার। সম্মেলন শেষে নব-নির্বাচিত কমিটি সকল নেতৃবৃন্দদের নিয়ে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
Leave a Reply