বজ্রকথা ডেক্স।- আজ থেকে করোনাভাইরাস নির্মূলে দেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী প্রথম পাঁচজনকে টিকা দেওয়ার কাজটি প্রত্যক্ষ করবেন। উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি হিসেবে ২৪ জনকে টিকা দেওয়া হবে। আগামীকাল পাঁচ হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হবে।
যারা উদ্বোধনী দিনে টিকা নিচ্ছেন তাদের টিকা দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করে ৭ ফেব্রæয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানা গেছে দেশের ৩২ শতাংশ মানুষ এ মুহূর্তে ভ্যাকসিন নিতে আগ্রহী। বাকি ৫২ শতাংশ মানুষ দেখেশুনে দেরিতে ভ্যাকসিন নিতে চান বলে গবেষণার ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। ২৬ জানুয়ারী সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘টিকার প্রতিটি লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। ২৭ জানুয়ারী এই টিকা দিয়েই শুরু হবে করোনাভাইরাসের টিকাদান।’
উল্লেখ্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে প্রথম চালানে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। ছবি —-
Leave a Reply