রংপুর থেকে সোহেল রশিদ।- বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রংপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াস আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, দপ্তর সম্পাদক আমিন সরকার, প্রচার সম্পাদক লতিফা শওকত,জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম কানন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারন সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি প্রমুখ।
এসময় রংপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে নগরীতে বিজয় শোভাযাত্রা করে।
সমাবেশে বক্তারা বলেন, ‘’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সমৃদ্ধশালী, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Leave a Reply