বজ্রকথা রিপোর্ট।- আজকাল বিদ্যুৎ ছাড়া চলার উপায় নাই। বিদ্যুৎ না থাকলে সবই অচল। অথচ পীরগঞ্জ উপজেলায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতি। গ্রামের গ্রাহকরা সবচেয়ে বেশী অসুবিধায় আছে বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরাবাদ ইউনিয়নের শিক্ষক আশরাফুল ইসলাম বিদ্যুৎ না থাকার যন্ত্রনায় ব্যাঙ্গাত্মক কবিতা ফেসবুকে পোষ্ট করেছেন। ইদানিং উপজেলা সদরেও ঠিক মত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সারা দিনেই প্রায় বিদ্যুৎ যাওয়া আসার লেখা চলছেই। এতে করে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, ২৫ জুলাই কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় সারা দিন বিদ্যুৎ ছিলনা। ভোরে বিদ্যুৎ ছিল না। পরে এলেও ৯টা থেকে ১০টার মধ্যে দুইবার বিদ্যুৎ চলে যায়। আবার আসে, যায় ১১টার দিকে একটানা ৫টা পর্যন্ত বিদ্যুতের কোন দেখা পাওয়া যায় নাই। পরে এলেও সাড়ে ৬টায় আবার চলে যায় বিদ্যুৎ। আসে সন্ধ্যে ৭ ঘটিকার সময়। এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে এখানকার ব্যবসা বানিজ্য অচল হয়ে পড়ে। অনলাইন সংবাদপত্রগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। অভিজ্ঞ মহলের প্রশ্ন এ ভাবে কী চলতে পারে ?
Leave a Reply