বিরামপুর দিনাজপুর থেকে মোঃ আবু সাঈদ।- কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে, নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, একাডেমীক সুপার ভাইজান আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মহিলা নুসরাত জাহানের, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাহ আলম মন্ডল সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা কন্যাশিশু দের আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ এবং নিরাপদের জন্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক দের বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে তাদের প্রতি কোন সময় অবহেলা করবেন না। আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের বই এবং পোশাক প্রদান করেন।
Leave a Reply