নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পল্লীশ্রীর আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল উপজেলার কেটরা হাট কলেজে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে উক্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আলতাফুন বেগম, পিকেএসএফ প্রতিনিধি সুকুমার রায়, কেটরা হাট কলেজের প্রভাষক মহব্বত হোসেন, নারী নেত্রী রিনা খানম, ইয়ুথ সদস্য মাসুদ রানা, মাহাবুব আলম প্রমুখ। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও বাল্যবিয়ে বন্ধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, নিজের আচরন পরির্বতন করতে হবে যেন নিজের দারা কেউ নির্যাতনের শিকার না হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় কমিউনিটি ও ইয়ুথ দলের ৬০ জন সদস্য অংশ নেন। এর মধ্যে ১০ জন সদস্য কুইজ প্রতিযোগীতায় বিজয়ী পুরস্কার পায়। তারা হলেন কমিউনিটি সদস্য বিলকিস, লায়লা, সম্পা রেজা, নিলুফা, ইয়ুথ সদস্য সানজিদা, মাহাবুব, সেলিম, লিপি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন।
Leave a Reply