মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

বিরামপুরে ফেন্সিডিল ইয়াবা গাজাসহ   গ্রেফপ্তার -১

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) থেকে মো: আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফপ্তার করেছে।

গ্রেফপ্তারকৃতরা হলেন, মাদক সম্রাট আশরাফুল ইসলাম (৩১) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে।মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) ভোর পৌনে  ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই হরিদাস বর্মনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। এসময় আশরাফুল ইসলাম (৩১) এর নিজ বসতবাড়ি হতে ২৩ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫৮ পুড়িয়া গাঁজাসহ তাকে গ্রেফপ্তার করে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/১০(ক)/৮(ক)  ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৩ তাং  ২৭/০৯/২০২২ইং।তিনি আরো জানান, গ্রেফপ্তারকৃত আসামি আশরাফুল ইসলামকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com