শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

বিরামপুর পৌরসভার প্রায় ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১২৭ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর)  থেকে মো: আবু সাঈদ।-জেলার  প্রথম শ্রেণীর পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই  ২০২২-২০২৩ অর্থ বছরের ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার   ২৭-তম বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। এতে ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার বাজেটের মধ্যে ৯৩ লাখ ৫০ হাজার ৪১১ টাকা উদ্বৃত্ত বাজেট ধরা হয়েছে।
দিনাজপুর জেলার বিরামপুর বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আক্কাস আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আব্দুল কালাম আজাদ বকুল, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নির্বাহী প্রকৌশলী ফয়জুল আসলাম, নির্বাহী সচিব সেরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমূখ।
এসময় অত্র পৌরসভার সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
বাজেট শেষে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী জানান, নতুন কর আরোপ ছাড়াই এ বাজেটে শিক্ষা, রাস্তা-ঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ  নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দিয়ে বিরামপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com