শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

বিরামপুর প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর)  থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বিরামপুর প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত বিরামপুর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক দেশেরপত্র পত্রিকার সাংবাদিক শাহ্ আলম মন্ডলকে আহবায়ক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আবু সাঈদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিজান ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক রায়হান কবির চপলকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুছা, সাবেক সহ-সভাপতি সাংবাদিক মাসুদ রানা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকেন্দার আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সামিউল আলম, সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ, মাহাবুবুর রহমান, আব্দুর রউপ সোহেল, পবন কমার শীলসহ বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদসমূহ সততার সাথে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা অব‍্যহত রাখার অঙ্গীকার ব‍্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com