মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

বিরোধী দল হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদেরের মন্তব্যকে ‘স্বাভাবিক’ বললেন জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার দুপুর ৩ টায় রংপুর মহানগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সবসময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগনের কথা বলবে।
এসময় তিনি বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ দ্রব্যমূলের উর্ধগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক,  যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

পরে তিনি স্টেশন এলাকায় বিহারী ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিয়ম করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com