নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ের বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।
এলাকার অসংখ্য নারী-পুরুষ জানায় ৪ দিওড় ইউনিয়ন বৈদহার গ্রামের বিশিষ্ট ব্যবয়ায়ী ও সমাজ সেবক আঃ মালেক মন্ডল দীর্ঘ প্রায় ২ বছর ধরে জন সেবার কাজে এলাকার সর্বশ্রেণীর জনগনের দৃষ্টি কেড়েছে।কোভিট-১৯ এ-র পাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত গরীব,দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য,মাস্ক, ঔষধপত্র, রোগীর চিকিৎসা থেকে শুরু করে তরুন-যুবক সমাজের মাঝ ফুটবল সহ বিভিন্ন খেলনা সামগ্রী বিতরন এবং কোরানখানি, কোরান শরীফ, মসজিদে টিন-সিমেন্ট বিতরন অব্যাহত রেখেছে। এছাড়াও বর্ষার বৃষ্টিতে ইউনিয়নের চলাচল অযোগ্য বিভিন্ন রাস্তা ইট-বালি-রাবিষ্ট দিয়ে সংস্কার কাজ অব্যাহত রেখেছে।মালেক মন্ডল আমাদের প্রতিনিধিকে জানায় শিবলী সাদিক এমপি মহোদয়ের নির্দেশ্যে এ জনসেবার কাজ করে চলেছেন।
Leave a Reply