প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।- সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর দায়ে দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী হাট আইডিয়াল কোচিং সেন্টার এর পরিচালককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের মো.বাহাদুর রহমানের ছেলে ও আইডিয়াল কোচিং সেন্টার এর পরিচালক মো.সুরুজাম্মান তার বাড়িতে কোচিং করানোর সময় হাতে নাতে আটক করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার বলেন, সরকার ঘোষিত কোনো কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও একই দিনে মাস্ক পরিধান না করায় কল্যাণী হাটে ৯টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার।
Leave a Reply