এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ৫ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারী কাজে বাধা প্রদান, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা গেছে ৷ আজ রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। এদিকে আজ রবিবার সকালে গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবীতে কয়লা খনির সামনে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছে। আইন শৃঙ্খলা রক্ষায় কয়লা খনি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Leave a Reply