রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বড় দরগাহ্ হাটে বিষমুক্ত সবজি বিপনন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান মোঃ নুরুল হক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭২১ বার পঠিত

সুলতান আহমেদ সোনা ।- ২০১৯ সালে পীরগঞ্জ উপজেলার ৩ নং বড় দরগাহ ইউনিয়নের ইসমাইলপুর ও ছোট মির্জাপুর মৌজার মধ্যে একটি হাট প্রতিষ্ঠা করেছেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। তার স্বপ্ন অবহেলিত বড়দরগাহ ইউনিয়নের কৃষকদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানোর লক্ষ্যে বিষমুক্ত সবজি বিপন্ন কেন্দ্র গড়ে তোলা। এ লক্ষ্যে প্রায় ২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে বড় দরগাহ হাট। ২৯ জুলাই ২০২০ বুধবার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সাহেব এর সাথে কথা হলে তিনি বজ্রকথাকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গেছি। দেশ স্বাধীন করেছি। দীর্ঘদিন থেকে রাজনীতি করছি মানুষের জন্য। মানুষ ভালোবেসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাদের আশা আমি যেন তাদের জন্য কিছু করি। জনাব নুরুল হক জানান,তার ইউনিয়নের ৮০ ভাগ মানুষ কৃষিজীবী। বড়দরগাহ ইউনিয়নে ব্যাপক ধান পাট,শাক সবজি উৎপন্ন হয়। কিন্তু তাদের এই কৃষিপণ্য ন্যায্যমুল্যে বিক্রী করার জন্য তেমন কোন হাট নেই। দীর্ঘ দিন থেকে তাদের আবাদ করা ফল ফসল পাশ্বাবর্তি উপজেলায়, না হয় অন্য ইউনিয়নের হাটে নিয়ে যেতে হয়। সে কারনে ঢাকা -রংপর মহাসড়ক সংলগ্ন বড় দরগায় তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি জানান ২০১৯ সাল থেকে হাট এখানে বসেছে, গত বছর থেকে এই হাটে গরু ছাগল বিক্রী হচ্ছে। এবছরও ঈদকে সামনে রেখে একার কৃষক পরিবারগুলো ও খামারীরা তাদের গরু – ছাগল হাটে বিক্রী করছেন। হক সাহেব জানান, ২০২০ সালে হাটটি সায়রাত ভুক্ত হয়েছে। এখানে বলা দরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক একজন সৃষ্টিশীল মানুষ। সব সময় তিনি সাধারন মানুষের সাথে থেকেছেন। তাদের উন্নয়ন উন্নতি কল্যানের লক্ষ্যে সব সময় চিন্তা করেছেন। বড়দরগাহ হাট নিয়ে তিনি তার স্বপ্নে কথা জানিয়ে বলেন, যে ক’দিন বাঁিচ সে ক’টাদিন মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই। তিনি বলেন,আমি এই হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিষমুক্ত সবজি বিপনন কেন্দ্র গড়ে তুলতে চাই। আমার লক্ষ্য প্রতিদিন এলাকার মানুষ এখানে তাদের শাকসবজি নিয়ে আসবে দিনভর বেচা বিক্রী হবে তার পর ট্রাকে করে ঢাকায় রপ্তানী করা হবে। তিনি আরো বলেন, এলাকার মানুষ মাছ চাষ করেন। কিন্তু উপযুক্ত হাট অভাবে মাছ বিক্রী করতে পারেন না। এখানে একটি মাছের আড়ৎ করা হবে। শনিবার ও বুধবার দুই দিন হাটবারে মানুষ তাদের পোষা গরু ছাগল এই হাটে বিক্রী করবেন। তাতে এলাকার মানুষের সুবিধা হবে তারা আর্থিক ভাবে লাভবান হবেন। হাট কমিটির সেক্রেটারি মোঃ মশফিকুর রহমান হাটের প্রচার ও প্রসারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com