বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

 ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- তৃতীয় ধাপে ষষ্ঠ দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনলাইনের মাধ্যমে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও কুলসুম বানু নার্গিস।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী উদ্যোগ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেমে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে তারা পৃথক পৃথক পদে মনোনয়নপত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান পদে দাখিল করা পারুল রায় প্রয়াত ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের বোন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিল করা কুলসুম বানু নার্গিস সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ১নং চেহেলগাজী ইউপি চেয়ারম্যান জর্জিস সোহেল, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মকছেদ আলী রানা, ১০নং কমলপুর ইউপি চেয়ারম্যান আহচান হাবিব সরকার, পৌর কৃষক লীগের সদস্য সচিব আবু রায়হান আবু প্রমুখ।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ২ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com