শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

ভূমি দখলের ইসরাইলি পরিকল্পনা মানবেনা ইইউ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬৪৭ বার পঠিত

ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যাকা জবর দখলের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে, সে ব্যাপারে আপত্তি তুলেছে ইইউ। বছরের পর বছর ধরে ইসরাইলের জবরদখল আর মেনে নেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জবরদখলের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে, তার সম্ভাব্য জবাব দেওয়ার জন্য ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের এই পরিকল্পনার সময়োপযোগী জবাব দেওয়ার কথা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোশেফ বোরেলকে লেখা এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১১ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো, ফ্রান্স, ইতালি, হল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল ও মাল্টা রয়েছে। চিঠিতে মন্ত্রীরা আরও বলেছেন, ফিলিস্তিনি ভূখন্ডে দখল করার ব্যাপারে ইসরায়েলের এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন এবং তার সদস্য দেশগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com