সময়ের কথা সময়েই বলতে হয়
– সুলতান আহমেদ সোনা
অস্বীকার করবো না যে, দেশে একটা পরিবর্তনের হাওয়া বইছে। এ কথাও সত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর, লীগপন্থিরা আত্মগোপনে চলে গেছেন!
পরিবর্তনের হাওয়া শুধু শহরেই নয় সব জায়গাতেই বইছে! সাবেক সরকার দলীয় নেতা কর্মীরা শুধু শহরেই নয়, মফঃস্বল শহরেও দিনের আলোতে বের হতে সাহস পাচ্ছে না; এইটাই বাস্তবতা। আজকে আমাদের এলাকার কিছু কথা লেখার জন্য কলম ধরেছি। আমাদের এলাকাটা হলো রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা। এই উপজেলা নানা কারণে সারা দেশে পরিচিতি লাভ করেছে।
এই ফাঁকে বলে নেই ,পীরগঞ্জ উপজেলা কি কারণে এত পরিচিত! বলছি, পীরগঞ্জ হচ্ছে মধ্যযুগের কামেল পীর, সাধক কবি হেয়াত মামুদ এর জন্মস্থান। উত্তরবঙ্গের বিশিষ্ঠ রাজনীতিক,সাবেক মন্ত্রী মতিউর রহমানের জন্মস্থান এই পীরগঞ্জ।এছাড়াও পীরগঞ্জ প্রখ্যাত বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থান এবং শেখ হাসিনার শ্বশুরবাড়ি ।
আবার জুলাই বিপ্লবের প্রথম বীর শহীদ আবু সাঈদ এর জন্মস্থান এই পীরগঞ্জ।
প্রতিটি মানুষ তার নিজ এলাকা নিয়ে গর্ব করতে ভালোবাসে । আমরাও গর্ব করি পীরগঞ্জকে নিয়ে। বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ আবু সাঈদ এর আত্মত্যাগের কারণে পীরগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসের পাতায়।বিষয়টি আমাদের জন্য সম্মান ও গর্বের। বিশ্বাস করি, পাঠ্যপুস্তুকে যুগ যুগ শিক্ষার্থীরা পাঠ করবে পীরগঞ্জের কৃতি সন্তান সময়ে সাহসী বীর আবু সাঈদের নাম ও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান আত্মত্যাগের কথা।
হ্যা, যে কথা বলার জন্য মুখ খুলেছি, প্রিয় পাঠক ইদানিং লক্ষ্য করছি যারা এক সময় রাজনীতির ধারে কাছেও ছিল না তারা স্লোগান দিতে শিখে গেছেন। কেউ কেউ আগের রাজনীতি বাদ দিয়ে নতুন করে নয়া দলে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ আবার চায়ের দোকান , টং –এর আসর, চটকদার মুখরোচক কথায় মাতিয়ে তুলেছেন।
এদিকে বর্তমানে দেশের সব পৌরসভার মেয়র ও কাউন্সিলদের পদ গুলো শুন্য হলেও আওয়ামীলীগের টিকিট নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীরা অবশ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এখনো বহাল তবিয়তে আছেন। তবে ভয়ে আছেন। কারণ চেয়ারম্যানী চলে গেলে তাদের সমস্যা হতে পারে।
কথা চাউড় হয়েছে, বিগত সরকারের আমলে চেয়ারম্যান সাহেবরা নয় ছয় করেছেন বলে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিগত সময়ে যারা অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের মনে তো ভয় থাকবেই ।আর যারা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা, তারাতো শেখ হাসিনার আমলে কম দাপট দেখাননি! অনেকেই সে সময় জোড়া তালি দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিন্তু সাধারণ মানুষ তখন ভয়ে মুখ ফুটে কথা বলতে পারেননি।
এদিকে ইদানিং এক দল লোক গোঁফে তেল দিচ্ছেন, গণসংযোগে নেমে গেছেন; কারণ তারা আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। জনসেবা করতে চান বলে নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। তারা কেউ কেউ পাড়া গাঁয়ে মিটিং ছিটিং শুরু করে দিয়েছেন! ভবিষ্যতে নির্বাচিত হলে তারা কি কি করবেন, তার প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষও ওই সব স্বঘোষিত জনদরদীর কথা এক কান দিয়ে শুনে আর এক দিয়ে বের করে দিচ্ছেন। সাম্ভব্য প্রার্থীরা দান খয়রাতও করছেন; শুনছি যা দিচ্ছেন তার চেয়ে ঢেড় বেশি ফেসবুকের পাতায় করা হচ্ছে প্রচার প্রচারণা। ওই সাজানো কথার সালসা বিক্রির চেষ্টা আর কি!
তবে একটা বিষয় খুব স্পষ্ট তা হলো ,সাধারণ মানুষ কিন্তু খুব চালাক! তারা সহজে ধরা দেয়ার পাত্র নন। তাই মানুষগুলো বক্তাদের সস্তা কথা শুনে হাসছেন কিন্তু শব্দ করছেন না। তারা এই সব প্রার্থী ও সাগরেদদের তাল মাল দেখছেন, যেমন দর্শকরা সার্কাসে জোকার দেখে, মজা নেয়।
মানুষের মুখ তো আর ধরা যায় না, সব জায়গাতেই কিছু মানুষ থাকে যারা ঠোঁটকাটা হিসেবে পরিচিত । তাদের মুখে কোন কিছুই আটকায় না। এমন মানুষ আমাদের এলাকাতেও আছে।ঠোটকাটারা বলছেন, বিগত দিনে পীরগঞ্জের মেয়র অনেক উন্নয়ন করেছেন বলে শুনেছি কিন্তু তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও তো আছে।
এই উপজেলার কাউন্সিলররা সংবাদ সম্মেলন করে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছিলেন; সে সব অভিযোগ ধামাচাপা দেওয়া হলেও পৌরবাসি সে কথা ভুলে যাইনি।
ঠোটকাটারা বলছেন, যতই নাচন কোদন করো, ভবিষ্যতে পীরগঞ্জ পৌরসভায় কোন অসৎ. দুর্নীতিবাজ, ধান্দাবাজ, মেয়র দেখতে চায় না সচেতন পৌরবাসি।
ভোটারদের এক কথা, দই ভেবে আর চুন খাবো না।এবার দেখে শুনে ভেবে চিন্তে ভোট দিয়ে ভালো মানুষকে মেয়র নির্বাচিত করা হবে।
Leave a Reply