বজ্রকথা প্রতিনিধি।– বাংলাদেশের কৃষক পরিশ্রমি। তারা কখনো নিজেদেরকে ফাঁকি দেন না। কৃষি ক্ষেত্রে তারা লাভ ক্ষতির তেমন একটা হিসেবে না করলেও লক্ষ্য তাদের একটাই , সংকট যাই থাক, জমি ফেলে রাখা যাবে ন। তারা জমি ফেলেও রাখেন না।
বাংলাদেশের অন্যতম প্রধান ফসল ধান। আমন ও বোর এই দুটি ধান সারা দেশের মানুষের ভাতের যোগ দেয়। বোরতে খচর খানিটা বেশি কিন্তু আমন চাষ হয় প্রকৃতির আশির্বাদ বৃষ্টি থেকে । তাতে কম খরচ ও কম পরিশ্রমে অনেক লাভোবান হন কৃষক।
তবে পরিতাপের বিষয় এবছর বৃষ্টির তেমন একটা দেখা পাইনি কৃষক! তারপরও কৃষক বসে নেই। তারা সেচ দিয়ে হলেও আমন ধানের চারা লাগতে ভুল করেনি।
এদিকে গত ৫ আগষ্ট থেকে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে, তাতে বেজায় খুশি কৃষক। মাঠে নেমে পড়েছেন তারা, আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই শতভাগ চারা রোপন সম্পন্ন হবে।
এবছর রংপুরের পীরগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ২৫ হাজার ৫শত হেক্টর জমিতে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ইতোমধ্যে কৃষক সেচের মাধ্যমে ১৭ হাজার৮শ হেক্টর জমিতে চারা লাগিয়েছেন। বাকী ৩০ভাগ জমিতে এক সপ্তাহের মধ্যেই চারা লাগানো শেষ হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ ছাদেকুজ্জামান সরকার বজ্রকথাকে জানিয়েছেন, আমরা মাঠে আছি, কৃষকের পাশে আছি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমন আবাদ ব্যহত হবার কোন আশংকা নেই। তিনি আশা করেন ,প্রাকৃতিক কোন দূর্য়োগ না হলে এ বছরও ষোল আনা ফসল ঘরে তুলবে কৃষক।
Leave a Reply