সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন যারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর  থেকে রুবেল হোসেন সংগ্রাম।- রংপুরের মিঠাপুকুরে দ্বিতীয় ধাপে ৬-ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে এমপি- জাকির হোসেন সরকার সমর্থিত প্যানেল বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।  ২১ মে/২৪খ্রি: মঙ্গলবার অনুষ্ঠিত  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে-মোঃ কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন-৭০ হাজার৮৮২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ্ব- মোতাহার হোসেন মন্ডল মওলা, মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন-৪৬৭৫৮ ভোট।

এদিন ভাইস চেয়ারম্যান পদে প্রক্তন  ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত,তালা প্রতীকে ৫৭ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন-৫৬ হাজার ২৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন কলস মার্কা নিয়ে-৭১ হাজার ৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ দেলওয়ারা বেগম প্রজাপতি  প্রতীকে   পেয়েছেন ৪৩৭৫৬ ভোট।

উল্লেখ্য মিঠাপুকুর উপজেলায় ১৫৬ টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট  গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন সহকারি রিটানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ।

এদিন হেলিকপ্টার মার্কায় জাল ভোট দেওয়ার সময় ২ জন এবং তিন ভূয়া এজেন্টকে আটক করেছে প্রশাসন। নির্বাচনের দিন মাঝা মাঝি সময়ে ভোট বর্জন করেছেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহ সাদমান ইশরাক। তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন-১২৮৭।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com