শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউএনও,র সাথে খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা কমিটির মত বিনিময় দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা পার্বতীপুরে পান চাষ লাভ জনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের অবশেষে এবি টোব্যাকোর কারখানায় সিলগালা বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে পার্বতীপুরে বিদ্যুৎ এর ট্রান্সফরমা চুরি, সেচ কার্য ব্যহত সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার – মোমিন মেহেদী ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির  পুরস্কার বিতরণ  রংপুরে ছাত্রদল নেতা জোহার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য

মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যকে মেরে ফেলার হুমকি: থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি দিনাজপুর শহরের পুলহাট মোড় এলাকার বাসিন্দা রজব আলী সরকারের পুত্র মুক্তিযুদ্ধে শহীদ সোহরাব আলীর বড় ভাই সিরা আলীর সাথে ঘটেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরীর মাধ্যমে অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্য সিরাজ আলী সরকার।

অভিযোগ তিনি করেছেন, আমার পৈত্রিক নিম্ন তপশীলভুক্ত বসত ভিটায় দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। গত ৬ ডিসেম্বর বিকেলে আমার জমিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড লাগাতে গিয়ে আমাকে দাড়িয়ে থাকতে দেখে হামজাপুর এলাকার মৃত তাজির উদ্দিনের ছেলে মোকছেদুল রহমান ওরফে রানা (৪৭), পুলহাট মাঝিপাড়ার মৃত সাদেক আলীর ছেলে সাইদুর রহমান (৪৫), হামজাপুরের সালাম (৫৫)সহ আরও কয়েকজন পড়ে থাকা সাইনবোর্ডটি তুলে নিয়ে যায়। সাইনবোর্ডটি কেন নিয়ে যাচ্ছে, তাদের জিজ্ঞেস করতে গেলে আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে নামধারীরা। এর প্রতিবাদ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। তিনি আরও উল্লেখ করেন, উপরোক্ত নামধারীদের অন্যায় কাজে বাধা দিতে গেলে জমিতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশংকা করছি। এরই মধ্যে তারা নিজেই সাইনবোর্ডে আদেশক্রমে সিনিয়র সহকারি জজ আদালত, দিনাজপুর লিখে আমাদেরকে ফাঁসিয়ে মিথ্যা অপবাদ ছড়ায়। শুধু তাই নয়, আমাদের নামে কোতয়ালী থানায় একটি মিথ্যা অভিযোগ করেছেন বলে জানান তিনি।

শহীদ পরিবারের সদস্য সিরাজ আলী সরকার বলেন, আমি আমার বর্ণিত সম্পত্তিতে তেমন কোন সাইনবোর্ডে লেখালেখি করি নাই। এমনকি সাইনবোর্ডও লাগাই নি। এতে আমরা বিজ্ঞ আদালতের অবমাননা হয়, তেমন কোন সাইনবোর্ড লেখি নাই বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, দিনাজপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে সদর থানার পুলহাট এলাকার মাঝিপাড়া মৌজার জেএলনং ১০৫, খতিয়ান নং এসএ-১৪৭,১৪৮, আরএস-১৯০, দাগ নং-১১৭ ও ১১৮, আরএস-৫৫৮, ৮ শতক জায়গার মধ্যে উত্তরাংশে ৪ শতক। যার খাজনা খারিজের খতিয়ান নং-৮৮২, হোল্ডিং নং-৮৯১ এর জায়গাটি মুসলিম আইনের অগ্রক্রয়ের আবেদন করেছেন সিরাজ আলী সরকার। যার মামলা নং-১৬২/২০২১। এই অবস্থায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারটি এখন অনিশ্চয়তার মধ্যদিয়ে দিন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com