বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- রাতের আধারে পার-ভবানীপুর (বালুপাড়া) শাখা যমুনা নদীতে কিছু অসাধু ব্যক্তি কিটনাশক প্রয়োগ করে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় উপজেলা মৎস কর্মকর্তা অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৫০ মিটার ২টি মশারী জাল এবং ২টি বানা জব্দো করেছে। ১৪ মার্চ রবিবার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল হান্নান জানান,রবিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পার-ভবানীপুর (বালুপাড়া) এবং পৌরসভার ভবানীপুর মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে নদী থেকে মালিক বিহীন মশারী জাল ৫০ মিটার ২টি এবং বানা ২টি জব্দো করা করেছেন।এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, নদীতে কাঠা দেওয়া, মশারী জাল দিয়ে ঘিরে ও কিটনাসক প্রয়োগ করে মাছ ধরা আইনত দন্দোনিয় অপরাধ, যারা এসব করবে তাদেরকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় এনে মামলা দেয়া হবে এবং জব্দো কৃত মশারী জাল, বানা আগুনে পুড়ে ফেলা হবে।
Leave a Reply