সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রংপুরের ছয় হাজার মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪৬২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সারাদেশের ন্যায় উত্তরের বিভাগীয় নগরী রংপুরের মসজিদে মসজিদে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের আটটায় রংপুর কোর্ট মসজিদে ঈদের জামাত হয়। সেখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তরা অংশ নেন। এর পরেই রংপুর কেরামতিয়া জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মসজিদ, আশরাফিয়া জামে মসজিদ, কামাল কাছনা জামে মসজিদসহ নগরী ও জেলার প্রায় ৬ হাজার মসজিদে ঈদের নামাজ আদায় হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব মসজিদে ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রংপুরের ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয় সূত্র মতে, রংপুর মহানগরসহ জেলার আট উপজেলাতে ছোট-বড় মিলে ৫ হাজার ৯০টি তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এছাড়া বেশকিছু ওয়াক্তি মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত সবমিলে প্রায় ছয় হাজার মসজিদ এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এই উৎসবকে ঘিরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশন করার ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com