বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিংহারপাড়া ব্রিজে মাটিবাহী মাহিন্দ্রের চাকায় পিষ্ট হয়ে সিংহারপাড়া গ্রামের দিনমজুর নূর আলমের একমাত্র ছেলে সাব্বির হাসান (৬) ঘটনাস্থলেই মারা যায়। অপর ঘটনাটি ঘটে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শুক্রবার গরুবাহী ট্রাক্টরের চাপায় একই গ্রামের ২ ব্যক্তি নিহত হয়েছেন। এরা হচ্ছে- টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামের মৃত মিয়াজন আলী মন্ডলের ছেলে মোবারক আলী মন্ডল (৭০) ও একই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫)। তারা শুক্রবার বিকালে ভ্যানযোগে খালাশপীর হাট হতে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি গরুবাহী ট্রক্টর ধাক্কা দিলে ৩ ভ্যান আরোহী গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে ওই ২জন মারা যায়।
Leave a Reply