রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ আর নেই। ১২ জুলাই/২১ খ্রি: সোমবার রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রংপুর প্রতিনিধি, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ একাধিকবার বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
Leave a Reply