রংপুর প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনীতে কালী মন্দিরে ঢুকে প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের বামনপাড়া গ্রামের কালী মন্দির থেকে পান কালী, শিব ও শিতলী প্রতিমার মাথা ভেঙে নিয়ে যায় দুবৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটলেও বিষয়টি শুক্রবার জানাজানি হয়। পরে বিকালে ঘটনাস্থল থেকে কয়েকশ’ গজ দূরে প্রতিমার ভাঙা কিছু অংশ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা বিপুল চক্রবর্তী জানান, কালী মন্দিরের গেটে তালা দেওয়া না থাকায় দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে। রাতের আধারে এ ঘটনা ঘটনো হয়েছে।
ভাংনী ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।’
এব্যাপারে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, রাতের আধারে অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে। আমরা কিছু ভাঙা অংশ উদ্ধার করেছি। এঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply